ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা এলাকায় গণপিটুনীতে মোহাম্মদ আলী ওরফে আলাউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন একই এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি আলাউদ্দিন কিছুদিন আগে জামিন নিয়ে কারাগার থেকে বাড়ি ফেরেন। আলাউদ্দিন বিভিন্ন মামলা দিয়ে তাকে জেলে পাঠানোর জন্য এলাকার কয়েকজনকে দায়ী মনে করেন। বৃহস্পতিবার দুপুরে এনিয়ে তাদের সঙ্গে আলাউদ্দিনের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বিকেলে এলাকার ৪০/৫০ জন লোক তাকে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় তার।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে রেজুমিয়া পুল ভাঙা, ছিনতাই ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।
ওসি জানান, গণপিটুনিতে হত্যার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫