টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ট্রাকের চাপায় ফয়সাল ওয়াহিদ রুসো (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুসো সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মোতাহার হোসেনের নাতি। তাদের বাসা সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বাংলানিউজকে জানান, রুসো ঢাকা থেকে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। রাতে গোড়াই এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫