ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার খবর জেনেও না জানালে পেনাল কোডের অপরাধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
নাশকতার খবর জেনেও না জানালে পেনাল কোডের অপরাধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার খবর সাংবাদিকরা আগে থেকে জেনেও সংশ্লিষ্ট প্রশাসনকে না জানালে তা পেনাল কোডের (দণ্ডবিধি) ‍অপরাধ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী।

তিনি বলেন, মানুষের জীবন সব চেয়ে বড়।

একটা গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, কোনো সাংবাদিক যদি এটা জানেন অথচ জেলা বা পুলিশ প্রশাসনকে জানালেন না তবে এটা অবশ্যই পেনাল কোডের অপরাধ। মানবিক অপরাধ। এ ধরনের তথ্য কোনো সাংবাদিকের কাছে থাকলে অবশ্যই আমাদের (জেলা প্রশাসনকে) জানাতে হবে। দেশের একজন নাগরিক হিসেবেও এটা দায়িত্ব।

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্তব্যরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহায়তা চান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মল্লিকা খাতুন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

চলমান হরতাল-অবরোধে পেট্রোল বোমা ছুড়ে কিংবা গাড়িতে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সভায় আগত বেশ কয়েকজন সাংবাদিক। এর  পরিপ্রেক্ষিতে নিজের বক্তৃতায় জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো নাশকতার অগ্রিম খবর যদি সাংবাদিকের কাছে থাকে, যদি নৈতিক অবস্থান থেকে আপনারা বুঝতে পারেন এটা পুলিশকে কিংবা আমাকে জানানো দরকার তবে সেটা অবশ্যই জানাবেন।

জেলা প্রশাসক আরো বলেন, আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করলে এ ধরনের নাশকতা এড়ানো যাবে।

জেলার কোন কোন পেট্রোল পাম্প থেকে খুচরা বিক্রেতাদের পেট্রোল দেওয়া হচ্ছে সে তথ্য রাখার জন্য পাম্প মালিকদের অনুরোধ করা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।