ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অগ্নিদগ্ধ আব্দুর রহিমের ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
বগুড়ায় অগ্নিদগ্ধ আব্দুর রহিমের ঢামেকে মৃত্যু

ঢাকা: বগুড়ায় পেঁয়াজ বোঝাই ট্রাকে অবরোধকারীদের দেওয়া আগুনে আব্দুর রহিম (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



আব্দুর রহিমের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার বাবার নাম আলেক মোড়ল।

আব্দুর রহিমের ছোট ভাই রমজান আলী বাংলানিউজকে বলেন, তার ভাই একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন। রাত ৮টায় বগুড়ার নুনগলা এলাকায় পৌছালে অবরোধকারীরা ট্রাকে অগ্নিসংযোগ করে। এ সময় পুরো ট্রাকে আগুন ধরে যায়। ট্রাক চালকসহ ৩ জন অগ্নিদগ্ধ হন।

উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ভোরে ঢামেকে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টায় আমার ভাই আব্দুর রহিম মারা যান।

এ ঘটনায় সাজু নামের আরেকজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান রমজান আলী।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।