কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া থেকে ৪০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাদকসহ তাকে আটক করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম নাইট্যংপাড়ায় কামালের বাড়িতে অভিযান চালায়। এসময় বসতঘর থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হলে কামালকে আটক করা হয়।
সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫