ঢাকা: অবরোধ-সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদকর্মীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর বারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ টেলিভিশন রিপোর্টাস ইউনিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।
কর্মসূচিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতিকে মানুষ মারার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিএনপি। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রিপোর্টাররা বলেন, সহিংসতা কারও কাম্য নয়। রাজনৈতিক কর্মসূচির স্বীকার হয়ে নিরপরাধ মানুষগুলো প্রতিনিয়ত ঝলসে যাচ্ছেন। পুড়ে মারা যাচ্ছেন নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।
বাংলাদেশ টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সভাপতি সুজন হালদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিএফইউজের সধারণ সম্পাদক ও বিটিভির সাবেক রিপোর্টার সাবান মাহামুদ, নাট্যব্যক্তিত্ব ইনামুল হক, বাংলাদেশ টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শফিউল্লাহ সুমন, রিপোর্টার সাহাজাত হোসেন, পিনাকী চৌধুরি, মাসুদ রানা,সঞ্জয় বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫