ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় দুটি ট্রলারের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
শীতলক্ষ্যায় দুটি ট্রলারের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১০ প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর মোহনায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর একটার দিকে এ  দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ময়মনসিংহ এবং শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের কাপাসিয়ার টোকচাঁনপুর থেকে বরমীগামী যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ত্রিমোহনীগামী যাত্রীবাহী অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ট্রলারের মাঝিসহ দু’জন নিহত হয়।

এছাড়া সংঘর্ষে দুই ট্রলারের কমপক্ষে ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে।

নিহত তিনজন হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার সুতারচাপর গ্রামের বাসিন্দা ট্রলার চালক আব্দুর রহিম (৩০), পাগলা থানার তল্লী পশ্চিম পাড়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী আসমা খাতুন (৪২) এবং শ্রীপুর কাওরাইদ মধ্যপাড়া এলাকার আশরাফুল ইসলামের শিশু কন্যা সাবেকুন নাহার (৭ মাস)।  

এছাড়াও পাগলা এলাকার প্রতিবন্ধি মিনারা খাতুন (২৩) নামে আরও একজনের মৃত্যুর খবর শোনা গেছে। তবে পুলিশ সূত্র তা নিশ্চিত করেনি।   
  
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদের বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রওয়ানা হয়েছে। এখন পর্যন্ত ৩জন মারা যাওয়ার খবর শুনেছি। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা এখন বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫/আপডেটেড ১৫৩২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।