জয়পুরহাট: ‘আর নয় প্রতিবাদ-গড়ে তোল প্রতিরোধ’ এমন স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মীরা।
শুক্রবার দুপুরে শহরের পাঁচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ সমাবেশে সাংস্কৃতিক কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সাংস্কৃতিক কর্মী মোশাররফ হোসেন নান্নুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, সিপিবি নেতা বদিউজ্জামান বদি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. হাই, নাট্যকার উৎপল কুমার সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দ কিশোর আগরওয়ালা, মাহমুদুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- অবরোধের নামে বিএনপি-জামায়াতের সহিংসতা বন্ধ করতে বিবেকের তাড়নায় জয়পুরহাটের সাংস্কৃতিক কর্মীরা আজ মাঠে নেমেছে।
এ সময় বক্তারা মটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ সদস্যদের মাঠে নেমে অবরোধকারীদের নাশকতার পাল্টা জবাব দেওয়ারও আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
জয়পুরহাট: ‘আর নয় প্রতিবাদ-গড়ে তোল প্রতিরোধ’ এমন স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মীরা।
শুক্রবার দুপুরে শহরের পাঁচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ সমাবেশে সাংস্কৃতিক কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সাংস্কৃতিক কর্মী মোশাররফ হোসেন নান্নুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, সিপিবি নেতা বদিউজ্জামান বদি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. হাই, নাট্যকার উৎপল কুমার সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দ কিশোর আগরওয়ালা, মাহমুদুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- অবরোধের নামে বিএনপি-জামায়াতের সহিংসতা বন্ধ করতে বিবেকের তাড়নায় জয়পুরহাটের সাংস্কৃতিক কর্মীরা আজ মাঠে নেমেছে।
এ সময় বক্তারা মটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ সদস্যদের মাঠে নেমে অবরোধকারীদের নাশকতার পাল্টা জবাব দেওয়ারও আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫