ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিবেকের কাছে মুক্ত থাকার প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
বিবেকের কাছে মুক্ত থাকার প্রতিবাদ

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় একের পর এক ঝরে যাচ্ছে তাজা প্রাণ। ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমায় দগ্ধ হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছে শত শত মানুষ।

এ মানবিক বিপর্যয় দেশের শান্তিকামী আপামর জনসাধারণকে নাড়া দিচ্ছে।

নারকীয় এ সহিংসতা বন্ধের জন্য সরকার ও বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছে সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণ। জাতীয় প্রেসক্লাবের সামনে সহিংসতা বন্ধের আবেদনের তেমনি একটি দৃশ্য দেখা গেছে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে।

দেখা যায়, ‘হে জননেত্রী দেশের জনগণ শান্তি চায়, হে দেশনেত্রী দেশের মানুষ শান্তি চায়, ৪৩ বছর পরেও স্বাধীনতাটাকে খুঁজছি, চাই সমঝোতা চাই শান্তি, দল বড় না দেশ বড়, হে মানুষ ঢাকা মেডিকেলে যাও, আর্তের পাশে দাঁড়াও’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড বুকে ও পিঠে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক।

সাংবাদিকদের মাধ্যমে শেখ হাসিনা, খালেদা জিয়াসহ দেশের মানুষের কাছে এ বার্তা পৌঁছে দিতে চাওয়া যুবকটির নাম মোখলেসুর রহমান সাগর। তিনি সরকারি তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের (মাষ্টার্স) শিক্ষার্থী।

মোখলেস জানান, দেশের এ ক্রান্তিকাল তার মনে গভীরভাবে দাগ কেটেছে। প্রতিদিন টেলিভিশন ও পত্রিকায় অগ্নিদগ্ধ মানুষের ছবি দেখে তার মন হুহু করে কেঁদে ওঠে। কিন্তু তার মতো সাধারণ শিক্ষার্থীর সামর্থ্য নেই এ বর্বরতা থামানোর। তাই তিনি প্রতিবাদের এ অভিনব উদ্যোগ নেন।

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার এ যুবক জানালেন, তার আবেদনে যদি কিছু না হয় তবে তিনি কষ্ট পাবেন। কিন্তু নিজের বিবেকের কাছে মুক্ত থাকবেন এই ভেবে যে, সহিংসতা থামানোর জন্য তিনি একটু হলেও চেষ্টা করেছেন।  

মোখলেস আরও জানান, এদিন দুপুরের পর তিনি শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দাঁড়িয়ে তার কর্মসূচি পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।