ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার মেঘনায় ১০০ মণ জাকটা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ভোলার মেঘনায় ১০০ মণ জাকটা জব্দ

ভোলা: ভোলায় মেঘনা নদীর রামদাসপুর ও উলানিয়া পয়েন্টে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে এ মাছ জব্দ করা হয়।



কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল রাতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এসময় মেঘনার রামদাসপুর-ইলিশা পয়েন্টে একটি ট্রলার থেকে ৪০ মণ জাটকা জব্দ করা হয়। পরে উলানিয়া পয়েন্ট থেকে জব্দ করা হয় ৬০ মণ জাটকা।

এ অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো. খালিদ।

তিনি জানান, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তাদের উপস্তিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

নভেম্বর থেকে ৩১ জুন পর্যন্ত মেঘনা ও তেতুলিয়াসহ বিভিন্ন নদীতে জাটকা ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।