ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় সহিংসতা বিরোধী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বরগুনায় সহিংসতা বিরোধী মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: আর নয় হত্যা, আর নয় বোমা হামলা, চাই শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ- স্লোগানে বরগুনায় সহিংসতা বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে সেক্টরস কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখা এ কর্মসূচি আয়োজন করে।



মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সেক্টরস কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ বরগুনা জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন মনোয়ার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মতিয়ার রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে চলমান নাশকতার রাজনীতি পরিহার করার জন্য অবরোধকারীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।