জয়পুরহাট: জয়পুরহাট পৌরসভার গুলশান এলাকার শিশু উদ্যান মোড়ে ট্রাকের চাপায় এলেম (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এলেম পৌরশহরের গাড়িয়াকান্ত এলাকার মিঠু মিয়ার ছেলে। সে স্থানীয় তালিমুল ইসলাম একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলেম প্রাইভেট পড়তে বাইসাইকেলে করে মঙ্গলবাড়ী থেকে জয়পুরহাট যাচ্ছিল। পথে শিশু উদ্যান মোড়ে পৌঁছুলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫