ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
আশুলিয়ায় কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া(ঢাকা): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে সাভারের আশুলিয়ায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় আশুলিয়ার পাথালিয়ায় সন্দ্রিপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।



এসময় জানাজায় অংশ নেন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল যুবদলের নেতাকর্মীসহ স্থানীয়রা।

অন্যদিকে, সকালে একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সামনের মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা।

এসময় জানাজায় আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।