ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে ৪৮টি পেট্রোলবোমা ও দুই কেজি গান পাউডার উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব-১০, ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কামরাঙ্গীরচরের মাদ্রাসা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাওয়া যায় দুই কেজি গান পাউডারও।
তিনি আরও জানান, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। কে বা কারা এগুলো রেখেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এগুলো নাশকতা সৃষ্টি করার জন্যই রাখা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫