ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য প্রবাহের গুরুত্বপূর্ণ মাধ্যম অনলাইন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
তথ্য প্রবাহের গুরুত্বপূর্ণ মাধ্যম অনলাইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনলাইন সংবাদ মাধ্যমকে তাৎক্ষণিক তথ্য প্রবাহের ‌গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে এতে শৃংখলা প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা ও আইন থাকলেও অনলাইন সংবাদ মাধ্যমের জন্য এখনও কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।

তাই অনলাইনে কী ভাবে সংবাদ প্রকাশ করে তা মনিটরিং করতে পারছি না।

এ সময় অনলাইন গণমাধ্যমগুলোর কাজ তদারকির জন্য একটি কমিটি গঠনের বিষয় বিবেচনা করে দেখার কথা জানান তথ্যমন্ত্রী।

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে সংগঠনের কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে তথ্যমন্ত্রী আরো বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম মুদ্রার এপিঠ ওপিঠ। গণতন্ত্রে সমস্যা থাকলে গণমাধ্যমেও থাকে। গণতন্ত্র যেমন বাধা পেরিয়ে এগিয়ে যায় গণমাধ্যম একই পন্থায় পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যায়।

প্রচলিত আইনকে ‘মান্ধাতার আমল’ উল্লেখ করে অবাধ তথ্য প্রবাহের জন্য আইন হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।  

তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য সম্প্রচার কমিশন ও আইন প্রণয়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে তা চূড়ান্ত করা হবে।

ইনু বলেন, সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ নীতি গ্রহণ করেনি। এই নীতি গ্রহণ করলে সরকার এত বেসরকারি মিডিয়ার অনুমোদন দিতো না। সরকারের ত্রুটি বিচ্যুতি, সম্পাদকীয় প্রকাশের জন্য মিডিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়নি। বিরুদ্ধ মতের কারণে কোন মিডিয়া বন্ধ হয়নি। দু’একটি টিভি সাময়িক বন্ধ হয়েছে। একটি পত্রিকার প্রেসে নিষেধাজ্ঞার কারণে তারা ছাপাচ্ছে না। এটা গণমাধ্যমে হস্তক্ষেপ নয়। ’

সাংবাদিক হত্যা মামলা ও নির্যাতন মামলাগুলোর ধীরগতি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো আমার এখতিয়ারভুক্ত নয়। বিচার ব্যবস্থা ও তদন্তকারী সংস্থার বিষয়। যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। ’

এ ব্যাপারে অগ্রগতি না হওয়ার দায় সাংবাদিক নেতাদের উপর চাপিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের কাছে আমি মামলাগুলোর ফলোআপ চেয়েছিলাম। কিন্তু তারা এগুলো আমাকে এখনও দেননি। ’

হুমায়ুন কবীর বালু হত্যা মামলা প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি খুলনায় গিয়েছিলাম। সেখানে অনেকে ফুল দিলেন, অনেক কথা বললেন কিন্তু বালু হত্যা মামলা প্রসঙ্গে কোন কথা বললেন না। ’

বিএসআরএফ সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫/আপডেট ১৫১০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।