সিলেট: সিলেট জেলার কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৬শ’ ৭৫ বোতল ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫) ।
উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের মূল্য ৯ লাখ ৩৩ হাজার ৭শ’ ৫০ টাকা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার বরম সিদ্দিকপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
সিলেটের বিজিবি-৫ এর অধীন উৎমা বিওপির হাবিলদার শফিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এসব মাদকের মধ্যে ৬শ’ ১২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ৬৩ বোতল বিয়ার রয়েছে।
এগুলো স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫