ঢাকা: রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে করা মানববন্ধনে বক্তরা এ অভিযোগ করেন।
বক্তরা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও উৎসব ভাতা বাস্তবায়নের রূপকার, শিক্ষক আন্দোলনের প্রাণপুরুষ, গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী শিক্ষক মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।
শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষক কখনও গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করতে পারে না বলে মন্তব্য করেন বক্তরা।
বক্তরা বলেন, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়ার গ্রেফতার করে সরকার ফ্যাসিবাদী পরিচয় দিয়েছে। সেলিম ভূঁইয়া এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব। তাই পরীক্ষার আগেই তাকে মুক্তি দিতে হবে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে ও সংগঠনের সহ-সভাপতি বাবু অজিত কুমার সরকারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ মুগিজউদ্দিন চৌধুরী, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক আউয়াল, জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫