ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো (গ্লোবাল অ্যাগ্রো ট্রেড) দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্যানেলভুক্ত আইনজীবী মো. খুরশীদ আলমকে এ মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ দিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে এ মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক। বর্তমানে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করায় মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়।
দুদকের ওই সূত্র জানান, কমিশনের চেয়ারম্যান সম্প্রতি এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন। শিগগিরই এ আদেশ বাস্তবায়ন করা হবে।
২ সেপ্টেম্বর, ২০০৭ সালে রাজধানীর তেজগাঁও থানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে ওই মামলা করে দুদক। এই ১৩ জনের মধ্যে সাবেক দুই মন্ত্রী সাইফুর রহমান ও আবদুল মান্নান ভূঁইয়া মারা গেছেন।
দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী (বর্তমানে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত) বাদী হয়ে সেসময় মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
১৩ মে, ২০০৮ সালে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত শেষে অভিযোগপত্রে তৎকালীন জোট সরকারের নয়জন সাবেক মন্ত্রীসহ ২৫ জনকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে সাবেক নৌমন্ত্রী আকবর হোসেন মারা গেছেন।
দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা (বর্তমানে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত) মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খালেদা জিয়ার আবেদনে মামলায় তার অংশটুকুর বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে। দুদক এ স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদন করেছে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫