হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক রাখাল চৌধুরী (৬২) ও তার স্ত্রী বেবি চৌধুরীকে (৪৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দম্পতির বাড়ি ভারতের কিষাণগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ উপজেলা সদরে।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সকালে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরো জানান, তাদের ফেরত পাঠানোর জন্য বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) চিঠি দেওয়া হয়েছে। তারা উত্তর দিলেই আটক দম্পতিকে ভারতে ফেরত পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫