ফরিদপুর: ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবিতে শহরে মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন পরিষদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের কবি জসিম উদদীন হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড় ঘুরে স্বাধীনতা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগ বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, জেলা যুবলীগের আহবায়ক খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট অনিমেষ রায়, অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী, শ্রমিক নেতা আক্কাছ হোসেন প্রমুখ।
বক্তারা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ফরিদপুরেকে বিভাগ ঘোষণার দাবি জানান।
সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাক বিভাগ করার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫