ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে গ্রেফতার ৫১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রংপুরে গ্রেফতার ৫১ ছবি: প্রতীকী

রংপুর: রংপুরে নাশকতা ও বিশৃংখলা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) রাত থেকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া ও রংপুর মহনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার  করে।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সাত জামায়াত-শিবির ও দুই বিএনপিকর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করে।

বাকি ৪২ জনের মধ্যে মাদক ব্যবসায়ী, খুনি ও পলাতক আসামি রয়েছেন। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।