নারায়ণগঞ্জ : মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বর্জ্য নিষ্কাশন বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
নগরীর ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে আবর্জনা ফেলার অভিযোগে নাসিককে জরিমানা করায় বর্জ্য নিষ্কাশন বন্ধ দেওয়া হয়েছে।
এদিকে এ কারণে চরম দুর্ভোগ ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে নগরবাসীকে।
অন্যান্য দিন সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে সিটি কর্পোরেশনের লোকজন বসত বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করতেন। কিন্তু মঙ্গলবার সকালে থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে।
নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত সহকারী আবুল হোসেন বাংলানিউজকে জানান, লিংক রোডের পাশে ময়লা আবর্জনা ফেলায় সোমবার (২৬ জানুয়ারি) পরিবেশ অধিদফতর নাসিককে দুই লাখ টাকা জরিমানা করে।
এদিকে ময়লা ফেলার অন্য কোনো জায়গাও নেই। এসব কারণেই আপাতত ময়লা সংগ্রহ করে ফেলার প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে জানান আবুল হোসেন।
নাসিক কর্তৃপক্ষ জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়ার পর থেকে কোথাও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড স্থাপনের জায়গা না পাওয়ায় সেখানে অস্থায়ীভাবে ময়লা ফেলা হয়। একই সঙ্গে দুর্গন্ধ এড়াতে বর্জ্যের ওপর বালু ফেলা হয়।
পরিবেশগত ছাড়পত্র নেওয়া এবং নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের সোল্ডারের ওপর ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় দুই লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর।
বাংলাদেশ সময় : ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫