ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বৃটিশ হাউজ অব কমন্সের সমালোচনা সংসদে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বৃটিশ হাউজ অব কমন্সের সমালোচনা সংসদে

সংসদ ভবন থেকে: জাতীয় সংসদের অধিবেশনে বৃটিশ হাউজ অব কমন্সের কড়া সমালোচনা করেছেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও জাসদের কার্যকরী সদস্য মাইনউদ্দিন খান বাদল ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় হাউজ অব কমন্সের সমালোচনা করেন তারা।



বাদল বলেন, বিএনপি-জামায়াত জোট যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শত শত কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করেছে। এসব লবিস্টের মাধ্যমে শুধু ৫ জানুয়ারির নির্বাচনকে বিতর্কিত করা নয়, দেশের গণতন্ত্র, আইনের শাসন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। কিন্তু পৃথিবী এখন আর আগের অবস্থায় নেই, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশও আগের অবস্থায় নেই।

তিনি বলেন, যে দেশ খাবারের জন্য অন্যের কাছে হাত পাতে না সে দেশের মেরুদণ্ড শক্ত। এখন বিশ্ব মোড়লদের ধমক খাওয়ার অবস্থায় নেই বাংলাদেশ।

মাইন উদ্দিন খান বাদল বলেন, সাম্রাজ্য হারিয়ে এখনও সাম্রাজ্যবাদী আচরণ করছে অনেক দেশ। বাংলাদেশকে নিয়ে ‘সুইপিং কমেন্ট’ করেছে ব্রিটিশ হাউজ অব কমন্স। এর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ করা উচিত। এই হাউজে তাদের ওই বক্তব্যের প্রতিবাদে প্রস্তাব নেওয়া হোক।   

বাদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বৃটিশ হাউজ অব কমন্সের দেওয়া নোটের তীব্র্র প্রতিবাদ জানানোর দাবি জানান।

আন্তর্জাতি অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে হাউজ অব কমন্সের নোটের প্রতিবাদ করে বাদল বলেন, আমাদের দেশের আইন অনুযায়ী বিচার হবে। কিসের ওপর ভিত্তি করে হাউজ অব কমন্স যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুলছে? অন্যের বিষয়ে কেনো নাক গলাচ্ছে? অন্য যে কোনো দেশের ট্রাইব্যুনালের চেয়ে বেশি গ্রহণযোগ্য আমাদের ট্রাইবুন্যাল। আমাদের ট্রাইবুন্যালে আপিলের ব্যবস্থা রয়েছে, যা আর কোথাও নেই।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমালোচনা করে বাদল বলেন, তারা গণতন্ত্রের ছবক শেখাতে যে দেশেই গেছে, সে দেশকেই শেষ করে দিয়েছে। ইরাকে গণতন্ত্র শেখাতে গিয়ে পাঁচ লাখ লোক মেরেছে। অন্য দেশ নিয়ে কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।

বিচারবহির্ভ‍ূত হত্যাকাণ্ড নিয়েও হাউজ অব কমন্সের নোটের প্রতিবাদ জানিয়ে জাসদ নেতা বলেন, ফ্রান্স, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণে জড়িতদের হত্যা করা হচ্ছে। সে বিষয়ে তারা কোনো কথা বলে না। আন্দোলনের নামে জঙ্গি কায়দায় সন্ত্রাসীরা যখন আমাদের মা-বোনকে পুড়িয়ে মারবেন, ফিসপ্লেট তুলে গোটা রেলকে ফেলে দিয়ে নাশকতা চালাবে- তখন কি আইন-শৃঙ্খলা বাহিনী তা দেখে শেক্সপিয়ার এবং রবীন্দ্রনাথের কবিতা পাঠ করবে?

বাদল আরও বলেন, সাংবিধানিক অপরিহার্যতা থেকেই ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে। নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো, অনির্বাচিত অসাংবিধানিক সরকার আসতো। বিএনপি ব্লান্ডার করেছে। তাদের দায়িত্ব ছিল নির্বাচনে অংশ নেওয়া। কিন্তু না এসে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, দেশের অর্থ-সম্পদ ধ্বংস করেছে।

তিনি বলেন, কেউ নির্বাচনে না এলে ওই নির্বাচন কখনই অবৈধ হয় না।

একই ইস্যুতে সরকারি দলের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, হাউজ অব কমন্স তাদের ওয়েব সাইটে এটা দিয়েছে, হাউজে আলোচনা করেনি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** মন্ত্রীদের কড়া সমালোচনায় সরকার দলীয় এমপি
** মেয়াদ বাড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিল পাস
** গুলশান থেকে খালেদার কার্যালয় প্রত্যাহারের দাবি
** ভারতে চাল রপ্তানি করবে বাংলাদেশ
** হাজী সেলিম হাইব্রিড গাড়ি চালান!
** চার বছর আগের পরিসংখ্যানে বেকার ২৬ লাখ

** বিএনপি-জামায়াত দেশ নিয়ে খেলছে

** এমআরপি না পেলে প্রবাসী শ্রমিকরা অবৈধ হবে
** বেসরকারিভাবে বিদেশে কর্মী প্রেরণ হয় না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।