ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গুলশান থেকে খালেদার কার্যালয় প্রত্যাহারের দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
গুলশান থেকে খালেদার কার্যালয় প্রত্যাহারের দাবি

সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে কূটনৈতিক জোন গুলশান এলাকা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এ দাবি করেন তিনি।


 
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। গত একটি মাস ধরে ওই স্কুলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
 
বিএনএফ চেয়ারম্যান সংসদের কাছে প্রশ্ন রেখে বলেন, যে দলের রাজনৈতিক কার্যালয় থেকে সন্ত্রাসী, জঙ্গিবাদ ও সহিংসতা ছড়িয়ে দিয়ে মানুষ হত্যা করা হয়, সম্পদ নষ্ট করা হয়। এখনও কেন সেই বাড়িতে অপারেশন চালানো হলো না?

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।