আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাহিদ হাসান (৩০) নামে দণ্ডাদেশ প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহিদ আখাউড়া উপজেলার বাউতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি পাসপোর্ট গমনাগমন মামলার তিন মাসের দণ্ডাদেশ প্রাপ্ত আসামি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জাহিদকে বাউতলা এলাকা থেকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫