জাতীয় সংসদ ভবন থেকে: ২০১৮ সালের পর দেশে আর দারিদ্র্য থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্য মুক্ত করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৫ শতাংশ। যেভাবে দারিদ্র্যে হার কমছে তাতে আগামী ২০১৮ সালের মধ্যে দারিদ্র্য স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
এ সময় তিনি স্বাভাবিক দারিদ্র্যের পরিসংখ্যান তুলে ধরে বলেন, একটি দেশের স্বাভাবিক দারিদ্র্য হচ্ছে ১০ থেকে ১৪ শতাংশ।
মন্ত্রী বলেন, আমাদের দেশের এক শ্রেণির লোক আছে যারা দেশ সম্পর্কে বোঝেন না। বর্তমান বাংলাদেশ আর ২০০৮ সালের বাংলাদেশ এক নয়। বর্তমান বাংলাদেশে সবাই এখন কাজ করে। এখন আর কেউ ঘুমিয়ে থাকে না। বর্তমানে সামাজিক চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন এসেছে। এখন কাজ করে, কাজ করে আনন্দ পায়। সবার প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে সবাই অংশ নিচ্ছে। শুধু একজন মহিলা এ উন্নয়নে বাধা দিচ্ছে। তিনি একটি বিরোধী দলের নেত্রী।
তিনি বলেন, গত ৬ বছর ধরে প্রবৃদ্ধির হার যে বেড়াজালে আটকে ছিলো, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু কয়দিন ধরে যে অনাচার হচ্ছে তাতে পারবো কি? তবে আমি আশা ছাড়ি নাইৰ এ ব্যাপারে খালেদার সুমতি প্রয়োজন।
মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী যারা নাশকতা করছে তারা সন্ত্রাসী গোষ্ঠী। বর্তমানে বিভিন্ন জায়গায় মানুষ স্বাচ্ছন্দ্যে বের হতে পারছে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে শক্ত হাতে সন্ত্রাস দমন করতে হবে। আর খালেদা জিয়ার কাছে আবেদন দেশের উন্নয়নে বাঁধ সাদবেন না।
নিজের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমি দুদিন আগেই ৮১ বছর পেরিয়ে ৮২-তে পা দিয়েছি। এই বয়সে আমি এখনও কাজে সক্ষম। তাই আমি দাঁড়িয়েই কথা বলতে চাই।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫