চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউণ্ড গুলিসহ কেতাবুর রহমান নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় সোনামসজিদ এলাকার বালিয়াদিঘী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে বালিয়াদিঘী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে কেতাবুর রহমানের বাড়ি তল্লাশি করা হয়।
এ সময় কেতাবুরের ঘর থেকে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫