ঢাকা: গ্রীসের নতুন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রীসের সংসদীয় নির্বাচনে জয়ী সিরিজা পার্টি প্রধান অ্যালেক্সিস সাইপ্রাসকে এ অভিনন্দন বার্তা পাঠান।
এর আগে সোমবার (২৬ জানুয়ারি) গ্রীসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সাইপ্রাস।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সিরিজা পার্টির এ বিজয়ে আমি বাংলাদেশের জনসাধারণ এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরো বলেন, নির্বাচনে এ জয় সিরিজা পার্টির প্রগতিশীল এবং যুগোপযোগী কর্মপদ্ধতির প্রতি গ্রীসের জনগণের দৃঢ় সমর্থন প্রমাণ করে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার কার্যকালে বাংলাদেশ এবং গ্রীসের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রীসের সাধারণ মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫