ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঝাউডাঙ্গা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আল আমীন ঝাউডাঙ্গা  গ্রামের আদর আলীর ছেলে।

ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঝাউডাঙ্গা মাদ্রাসা মাঠে ফুটবল খেলছিলেন আল আমীন। জনৈক ফুটবলারের শটে বলটি মাদ্রাসার দ্বিতলার ছাদে উঠে গেলে আল আমীন সেটি আনতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।