সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঝাউডাঙ্গা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঝাউডাঙ্গা মাদ্রাসা মাঠে ফুটবল খেলছিলেন আল আমীন। জনৈক ফুটবলারের শটে বলটি মাদ্রাসার দ্বিতলার ছাদে উঠে গেলে আল আমীন সেটি আনতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫