ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুর ছাত্রদল আহ্বায়ক ১৭ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
দিনাজপুর ছাত্রদল আহ্বায়ক ১৭ জন আটক

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল মিলনসহ ১৭ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।



দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধে নাশকতাকারীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।