দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল মিলনসহ ১৭ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধে নাশকতাকারীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫