ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধে নিহতদের স্মরণে যশোরে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
অবরোধে নিহতদের স্মরণে যশোরে মোমবাতি প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: হরতাল-অবরোধে দেশব্যাপী নৈরাজ্যে ও পেট্রোল বোমায় পুড়ে নিহতদের স্মরণে শোক ও শ্রদ্ধা জানিয়ে যশোরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা সাংস্কৃতিক জোট মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মাইকেল মধুসূদন (এমএম) কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।



হরতাল-অবরোধ ডেকে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে নৈরাজ্য ও তাণ্ডব রুখতে যশোর জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ উপস্থিত সবইকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু।

সেখানে উপস্থিত ছিলেন- জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার দাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) যুগ্ম মহাসচিব ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজ্জাদ গণি খান রিমন প্রমুখ।

এর আগে বিকেল সাড়ে ৫টায় শহরের নীলরতন ধর রোডের সুরধুনী সংগীত নিকেতনের সামনে থেকে এমএম কলেজ শহীদ মিনারের উদ্দেশ্যে একটি পদযাত্রা বের করে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।