গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবাসহ নাবিক শেখ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সদরের সাব-রেজিস্ট্রি অফিস চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাবিক শেখ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বামুনকুড়ি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নাবিক একজন চিহ্নিত মাদক বিক্রেতা। সন্ধ্যায় সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫