ফেনী: ফেনীতে সব পাম্প মালিক ও ডিলারদের বোতলে করে পেট্রোল ও অকটেন বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হকের সঞ্চালনায় সভায় চুরি-ডাকাতিসহ অবরোধ-হরতালে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় মসজিদের ইমামদের নির্দেশ প্রদান করা হয়েছে।
সভায় চুরি-ডাকাতিসহ সব ধরণের অপরাধ ঠেকাতে তাৎক্ষণিকভাবে স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় বিজিবির ফেনী ৪ ব্যাটালিয়ন অধিনায়ক, র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেট্রোল পাম্পের মালিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫