ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

স্টাফকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

ময়মনসিংহ: জেলার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।



নিহত কামাল উপজেলার মালিডাংগা গ্রামের প্রয়াত ইমান আলীর পুত্র।

স্থানীয় ও তারাকান্দা থানার পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে ধোবাউড়াগামী একটি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে সড়কের পাশে কামাল হোসেনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।