মুন্সীগঞ্জ: বাস চাপায় মালেকা বানু (৭০) নামের এক বৃদ্ধা নিহত হওয়ার প্রতিবাদে বন্ধ করে দেওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-মাওয়া সড়কে বাস চলাচল শুরু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে যানবাহন চলাচল শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে সকাল ১০টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটের অদূরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত হওয়ায় স্থানীয় জনতা ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হেসেন বাংলানিউজকে জানান, স্থানীয় জনতাকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
তিনি আরও জানান, নিহত বৃদ্ধ নারীর লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়া আহত ৭ বছরের নাতী হাবিবকে শ্রীনগরের ষোলঘর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাতী হাবিবকে কুমারভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
মাওয়া ট্রাফিক পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ঘাতক বাসটি লাল রঙের। তাই একটি পরিবহনের বাস ছাড়া সব পরিবহনের বাস চলাচল শুরু হয়েছে। শুধু লাল রঙের একটি পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর ঘাতক বাসটি ঢাকায় চলে গেছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫