ঢাকা: দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎখাতে যুক্তরাজ্যের ওয়েলস চেম্বারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলন কক্ষে যুক্তরাজ্যের ওয়েলস চেম্বার প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। এখানে বিনিয়োগ করলে উভয় পক্ষেরই লাভজনক হওয়া ও সুবিধা ভোগ সম্ভব। এছাড়া বিনিয়োগ করা যেতে পারে বাংলাদেশের অবকাঠামো, হোটেল, পর্যটনসহ নানা খাতে।
এ সময় ওয়েলস চেম্বার নেতারা জানান, তারা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া নেতারা উল্লেখ করেন- বিশ্ব বাজার থেকে তারা বাংলাদেশের জন্য নতুন নতুন বিনিয়োগ আনতে পারেন। এ জন্য তারা চেষ্টাও করবেন।
ওয়েলস চেম্বার নেতারা আরও জানান, তারা বাংলাদেশে জ্ঞান ভিত্তিক ব্যবসার বিকাশে আগ্রহী। জ্ঞান ভিত্তিক ব্যবসার বড় অভাব রয়েছে দেশে। জ্ঞান ভিত্তিক ব্যবসায় লাভ বা মুনাফা যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে সার্বিক উন্নয়নও। তারা দেশের সেবাখাতেও বিনিয়োগ করতে উৎসাহী বলে এ সময় প্রতিমন্ত্রীকে জানান।
এ বৈঠকে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ। বৈঠকে তিনি অবকাঠামো বিষয়ে বর্ণনা দেন। ছিলেন- মন্ত্রণালয়ের ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক মাহাবুব হাসান সালেহ’সহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
বৈঠকে যুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বারের নেতৃত্বে দেন চেম্বার চেয়ারম্যান দেলাবর এ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সেক্রেটারি জেনারেল মাহবুব নূর, ডেপুটি সেক্রেটারি ইমতিয়াজ হোসেন (জ্যাকি), ডিরেক্টর আবদুল আলীম, মিডিয়া ডিরেক্টর আজফুল খান, আইটি ডিরেক্টর ইয়াহিয়া হাসানসহ মোট ২৪ জনের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম যাবে। এছাড়া তারা ৩১ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫