কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় মো. রায়হান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রায়হান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. শাহাব উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে রায়হান রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের নিচে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় স্থানীরা ট্রাকটি আটক করে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫