ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি গিয়াস, সম্পাদক নুরুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি গিয়াস, সম্পাদক নুরুল হক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও অ্যাডভোকেট নুরুল হক

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে ১৪ দল সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও ২০ দল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল হক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল।



সূত্র জানায়, নির্বাচনে ১৪ দল সমর্থিত প্যানেলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন পান ৩৭৩ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দল সমর্থিত প্যানেলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট শ্রী বাঁধন কুমার গোস্বামী পান ৩৫৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে হেরে যান ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আবদুর রহমান আল হোসাঈন তাজ। তিনি পান ৩০৬ ভোট। এ পদে ৪০০ ভোট পেয়ে বিজয়ী হন ২০ দল সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদভুক্ত গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু জানান, মোট ১৫টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১০ টি ও সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ ৫টি পদে জয়লাভ করেছে।

এদিকে সভাপতি পদে ২০ দল সমর্থিত প্রার্থীর হেরে যাওয়ার পেছনে জামায়াতপন্থি আইনজীবীদের দোষারোপ করছেন জোট নেতারা। সংখ্যালঘু হওয়ায় জামায়াত এ পদে নিজ প্যানেলের প্রার্থীকে ভোট দেয়নি, এমন কথাও চাউর হয় আদালতপাড়ায়। আর সাধারণ সম্পাদক পদে ১৪ দল সমর্থিত প্রার্থীর ভরাডুবির নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দলই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির শহীদ আমিনুল হক ভবনে ভোট গ্রহণ ‍অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৮৬ জনের মধ্যে ৭৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৪ দল ও ২০ দল সমর্থিত দু’ প্যানেলে ১৫ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।