শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় মাদকদ্রব্য সেবন করার দায়ে গোলাম রব্বানী (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সরোয়ার জাহান এ আদেশ দেন।
গোলাম রব্বানী উপজেলার টাউন কলোনির বাসিন্দা আনিছুর রহমানের ছেলে।
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম জানান, সকালে টাউন কলোনিতে গাঁজা সেবন করতে দেখে গোলাম রব্বানীকে আটক করে পুলিশ। দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ সাজার আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫