রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জের কামসাইর এলাকা থেকে অপহরণের ১১ দিন পর কিশোর ইয়ামিনকে (১৩) উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণে জড়িত হাবিবুর খাঁ নামে একজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত কিশোর ইয়ামিন রূপগঞ্জ উপজেলার কামসাইর এলাকার আতাবর খাঁর ছেলে ও আটক হাবিবুর খাঁ কামসাইর এলাকার মৃত মুসলিম খাঁর ছেলে।
আতাবর খাঁ বাংলানিউজকে জানান, কামসাইর এলাকার তার আত্মীয় হাবিবুর খাঁ, ইব্রাহীম খাঁ, রাকিব খাঁর সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধর জের ধরে তাদের লোকজন গত ১৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। ২৭ জানুয়ারি রাতে মোবাইল ফোনে এক ব্যক্তি জানায় ইয়ামিনকে গাজীপুর চৌরাস্তা এলাকায় রাখা হয়েছে।
পরে রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পরিবারের লোকজন বুধবার দুপুরে চৌরাস্তা এলাকা থেকে ইয়ামিনকে উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক হাবিবুর খাঁকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫