ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে গণস্বাক্ষর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে গণস্বাক্ষর

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের মধ্যে রাখার দাবিতে গণস্বাক্ষরতা অভিযান শুরু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি।



গণস্বাক্ষরতা অভিযানের উদ্বোধন করেন কমিটির আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ,  কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদ, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনসহ প্রমুখ।

এছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীসহ নানা  শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।