ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার চার্জশিটভুক্ত গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও জিয়াউল আলম মিস্টারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ফেনী জেলা দায়রা জজ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফেনীর জেলা দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল আলমের আদালতে আসামিপক্ষের আইনজীবী কাজী বুলবুল সোহাগ তাদের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি জাহাঙ্গীর মোহাম্মদ আদেল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াউল আলম মিস্টার ফেনী শহর যুব লীগের আহ্বায়ক।
২০১৪ সালের ২০ মে সকাল ১১টায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে ফেনী শহরের একাডেমী এলাকার বিলাসী সিনেমা হলের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনদুপুরে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করে।
এই মামলায় পুলিশ ৫৬ জনকে আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২৮ জন কারাগারে ও বাকিরা জামিনে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫