ঢাকা: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় এক শিশুকে কোলে নিয়ে পাঁচ তলার ছাদ থেকে পড়ে গেছেন গৃহকর্মী। এতে তারা প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, গৃহকর্মী আমেনা (১৫) ও শিশু ওয়ারাকা আল ওয়ারসি। তার বয়স এক বছর তিন মাস।
শিশুটির বাবা ওয়াসেক আল আজবা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খিলক্ষেত নিকুঞ্জ-২, হাউজ নম্বর ২০/এ তে তারা থাকেন। কাজের মেয়ে আমেনা ওয়ারাকাকে ছাদে নিয়ে যান। এক পর্যায়ে রেলিং ভেদ করে দুইজনই পাঁচ তলার ছাদ থেকে পড়ে যায়। এ সময় বিল্ডিংয়ের মাঝখানে পড়ে দু’জনই গুরুতর আহত হন।
প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় বলেও জানান তিনি।
ঢামেকের ১০৩ নম্বর জরুরি ওয়ার্ডের চিকিৎসক ফরহাদ আহমেদ জানান, দুজনের সিটি স্ক্যানের রিপোর্ট দেখা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫