ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসনে বাদশা বলেছেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের মাধ্যমে দাবি আদায়ে সাংবাদিক
নেতারা সোচ্চার হবেন।



বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির চতুর্থ মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে
বক্তব্য রাখছিলেন তিনি।

সাংবাদিক ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ব্যারিস্টার জাকির আহমদ।

সভায় বক্তারা, সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির খুনির ফাঁসির রায় কার্যকর করতে উচ্চ আদালতে মামলাটি দ্রত নিষ্পত্তির দাবি তোলেন।

তারা আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের এখনও ধরা হয়নি। এরকম একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের গ্রেফতার ও শাস্তি না হওয়া জাতির জন্য অশুভ।

ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক রাজেন্দ্র চন্দ্র মন্টুর উপস্থাপনায় আলোচনায় আরও অংশ নেন, সাবেক সচিব ড. মো. আব্দুল মওদুদ, ডিউজে সাধারণ
সম্পাদক মো. জাহাঙ্গির আলম প্রধান, সাংবাদিক আহসান উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।