জাতীয় সংসদ ভবন থেকে: রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করছে বিরোধী দল- সংসদে এ কথা বলায় নিজ দলের সদস্য মো. তাজুল ইসলামকে সর্তক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৯ আসনের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, বিরোধী দল আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করছে।
এ কথা বলতেই সংসদে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টির (জাপা) সদস্যরা হইচই করে উঠেন।
এসময় স্পিকার তাজুল ইসলামকে বলেন, মাননীয় সদস্য, সাবেক বিরোধী দল। স্পিকারের এ কথায় জাপার সদস্যরা নীরব হন।
এরপর প্রশ্নের উত্তর প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, মাননীয় সদস্য, সংসদে বিরোধী দলের জ্বালাও-পোড়াও নিয়ে কথা বলেছেন। আমি তাকে সর্তক করতে চাই। পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে একটা কথা আছে। বিএনপি এখন সংসদেও নেই, বিরোধী দলেও নেই। তারা একটি রাজনৈতিক দল।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫