হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় প্রাণ আর এফ এল-এর ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের পরিত্যক্ত কেমিক্যালে ঝলসে গেছে চার শিশুর শরীর।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলসে যাওয়া শিশুরা হলো-হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার মহসিন মিয়ার মেয়ে রিয়া আক্তার (৮), শৈলজুড়া গ্রামের মাখন মিয়ার মেয়ে পলি আক্তার (১২), একই এলাকার সুলতান মিয়ার মেয়ে শারমিন (১০) ও তাহির মিয়ার মেয়ে হ্যাপী আক্তার (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক এলাকায় পরিত্যক্ত বর্জ্যে আগুন দেয় কর্তৃপক্ষ। এসময় ইন্ডাস্ট্রিয়াল পার্কের বাউন্ডারির ভেতরে ঢুকে পরিত্যক্ত বিভিন্ন প্যাকেট সংগ্রহ করতে যায় ওই চার শিশু। এতে প্লাস্টিকের প্যাকেটে থাকা কেমিক্যালে ঝলসে যায় তাদের দেহ।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫