ফেনী: ২০ দলীয় জোটের চলমান অবরোধে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ জনতা।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ট্রাংক রোড় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ফেনীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন কবি উত্তম দেব নাথ, সাংবাদিক আসাদুজ্জামান দারা, সাংস্কৃতিক কর্মী অর্চনা মজুমদার, আবৃত্তিকর্মী এনএফ রহমান মিলন, সাংস্কৃতিক কর্মী মাহতাব চৌধুরী, ইকবাল হোসেন ও শাহরিয়ার শুভ প্রমুখ।
বক্তারা অ্যাসিড আইনের মত পেট্রোল বোমার বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি এবং সাধারণ মানুষের প্রতি বোমাবাজদের প্রতিহত করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫