ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় সংঘর্ষে নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সলঙ্গায় সংঘর্ষে নারীসহ আহত ১০

সিরাজগঞ্জ: জমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের সলঙ্গায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  
 
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের ঝাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


 
আহতদের মধ্যে মর্জিনা বেগম, মোস্তাহের আলী, আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, ঝাকড়ি গ্রামে একটি জমি নিয়ে বুদ্দু মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক ও সুজাব মণ্ডলের ছেলে দুলালের মধ্যে বিরোধ চলে আসছিলো। দুপুরে উভয় পক্ষের লোকজন জমিতে বোরো ধানের চারা লাগাতে গেলে সংঘর্ষ বাধে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।