ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দেশ জুড়ে সহিংসতা বন্ধে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
দেশ জুড়ে সহিংসতা বন্ধে গাইবান্ধায় মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: দেশজুড়ে চলমান সহিংসতা বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কবাদী)।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বর থেকে হাতে লাল পতাকা নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



এর আগে পৌর শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদ আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, বজলুর রহমান, নিলুফার ইয়াসমীন শিল্পী প্রমুখ।

বক্তারা বলেন, দেশ জুড়ে জ্বালাও-পোড়াও সহিংসতার কারণে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

এসময় সহিংসতা বন্ধসহ সরকারের গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।