রাজশাহী: জামায়াত নেতা নুরুল ইসলাম শাহীন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগে এবার টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে মহানগর জামায়াত।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যমকে দেওয়া এক যুক্ত বিবৃতিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
এছাড়া শুক্রবার (৩০ জানুয়ারি) বিভাগজুড়ে দোয়া দিবস পালনের ঘোষণা দেওয়া হয় ওই বিবৃতিতেই।
চলমান অবরোধের পাশপাশি শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগের ৮ জেলায় এ হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে রাজশাহী মহানগর জামায়াতের পক্ষ থেকে।
বিবৃতিতে বগুড়া জোনের পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন, রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, টিম সালেকুর রহমান, রাজশাহী মহানগর আমির অধ্যাপক আবুল হাশেম, জেলা পশ্চিমের আমির মাওলানা আমিনুল ইসলাম, পূর্বের আমির রেজাউর রহমান, নাটোর জেলা আমির ইউনুস আলীসহ জায়াতের আরও বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়।
রাজশাহী মতিহার থানা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি নুরুল ইসলাম শাহীন ওরফে টাকু শাহীন (৪০) নিহত হন।
নিহত নুরুল ইসলাম শাহীনের বাড়ি মহানগরীর মতিহার থানার বিনোদপুরে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫